ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাইক্লিস্ট গোলবারনেহজাদআর নেই

প্রকাশিত : ১৮:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রিওতে প্যারা অলিম্পিক গেমসের ট্র্যাকে বাহমান গোলবারনেহজাদ নামে একজন সাইক্লিস্ট মারা গেছেন। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন। রিও’র সড়কে সাইকেল রেসের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে আয়োজকরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে এই অ্যাথলেট মারা যান। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ৪৮ বছর বয়সী এই সাইক্লিস্ট রেসের প্রথম পর্বে ১৪তম হয়ে দ্বিতীয় পর্ব অংশ নেন। এর আগে ২০১২ সালে লন্ডনে প্যারা অলিম্পিক গেমসেও অংশ নিয়েছিলেন গোলবারনেহজাদ। এই ঘটনায় প্যারাঅলিম্পিক ভিলেজে ইরানের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি