
সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।
রুশ তদন্ত কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে নোভি ইউরনগয় শহর থেকে ৮০ কিলোমিটার দূরে এমআই- এইট নামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ২২ জন আরোহী নিয়ে এটি সুজুমসকোয়ি তেল ও গ্যাস ক্ষেত্রের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ১৯ জন নিহত হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো বিস্ফোরণ ঘটেনি। বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।