ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সাগর-রুনি হত্যায় একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত: শিশির মনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১৩ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

সাগর-রুনি হত্যা মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

শিশির মনির বলেন, সাগর-রুনির মামলার নথি আমার কাছে এসেছে। মামলার নথিটি প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা যায়, এটি একটি সেনসিটিভ কেইস একাধিক সেনসেটিভ মানুষ এর সঙ্গে জড়িত। সেনসেটিভ মানুষের নাম আসামি হিসেবে বিভিন্ন সময়ে এসেছে। এটি গোপনীয়, এখনও এটি চার্জশিট হয়নি, পাবলিক ডকুমেন্টস হয়নি। একজন দুজন মানুষ আছেন যারা স্টেটমেন্ট দিয়েছেন। গোপনে স্বীকারোক্তি দিয়েছেন। একজন রাজসাক্ষী হতে চাচ্ছেন। গোপনীয়তা থাকায় সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে। এখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তাদের অনুসন্ধানের অভিজ্ঞতা রয়েছে। সোমবার তাদের সঙ্গে আমার একটি মিটিং রয়েছে। এ ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ রয়েছে। মামলার ১২ বছর চলে গেছে, যার অনেক তথ্য নষ্ট হয়ে গেছে। কিছু ক্লু পাওয়া যাচ্ছে যার মূলকপি পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সময়ে এটি নষ্ট হয়ে গেছে। যাই হোক, এগুলো এখনই বলা যাবে না তবে ভালো কিছু হবে এটা প্রত্যাশা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে শিশির মনির আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের বিষয়ে সরকার আমাদের মতামত চেয়েছিল, আমার বলেছি এটি সম্পূর্ণরূপে বাদ দেওয়ার জন্য। কোনো সভ্য সমাজে এমন আইন থাকতে পারে না। মানুষের যদি কথা বলার স্বাধীনতা না থাকে তাহলে মুক্ত সাংবাদিকতা, গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা থাকবে না। এ আইন সম্পূর্ণরূপে বাতিল হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি