ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদী থেকে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৬ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১২:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার সকালে র‍্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

শিরহান শরীফ তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি