ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

সাভারে এসসিএমপিসিআর এর কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:০২, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

 

সাভারে `সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স এন্ড ক্যান্সার রিসার্চ’(এসসিএমপিসিআর) এর উদ্যোগে এবং স্কয়ার হাসপাতাল ও গণ বিশ্ববিদ্যালয় মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় তিন দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

গত ৭ মার্চ সাভারে এসসিএমপিসিআর এর নিজস্ব কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসসিএমপিসিআর চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়ার স্বাগত বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন, এসসিএমপিসিআর প্রধান নির্বাহী পরিচালক ও গণ বিশ্ববিদ্যালয়ের ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারী। এই কর্মশালায় আরও অংশ নেন আইবিএ তাইওয়ান থেকে এশিয়ার দায়িত্বে থাকা বিখ্যাত প্রশিক্ষক স্যাম চেন, আইবিএ ভারতের প্রধান চিংগুয়ে লি ও এস.রাজামানিকাম।  

`কমিশনিং অব লিনাক এক্সিলারেটরঃ বেসিক এন্ড এডভান্সণ্ড ট্রিটমেন্ট টেকনিক’ শিরোনামে এই কর্মশালাটি যথাক্রমে (এসসিএমপিসিআর) ট্রেনিং সেন্টার ও স্কয়ার হাসপাতালে অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় শ্রীলঙ্কা, ভারত, নেপাল  থেকে আসা ২২ জন চিকিৎসা পদার্থবিদ, ছাত্র, হাসপাতালে কর্মরত চিকিৎসা পদার্থবিদদের স্কয়ার হাসপাতালে  হাতে-কলমে প্রশিক্ষণের দেওয়া হয়। শনিবার (৯মার্চ) সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় প্রশিক্ষণার্থী সনদপত্র প্রদান করা হয়।

প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া দক্ষিণ এশিয়ায় মেডিকেল ফিজিক্স ও ক্যান্সার চিকিৎসার প্রসারতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, দেশে ক্যান্সারের প্রকোপ বাড়ছে এবং ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেশিন দেশে আসছে। কিন্তু সেই মেশিনগুলো পরিচালনার জন্য যথেষ্ট দক্ষ জনবল দেশে এখনও তৈরি হয়নি। তাই দেশে দক্ষ জনবল তৈরির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে এসসিএমপিসিআর।

সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স এন্ড ক্যান্সার রিসার্চ সংস্থাটি ২০১৮ সাল থেকে ক্যান্সার চিকিৎসার দক্ষ জনশক্তি উৎপাদন, স্বাস্থ্য শিক্ষা বৃদ্ধি ও ক্যান্সারের রোগীদের পরামর্শ সেবা নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু সফল কর্মশালা ও সেমিনারের আয়োজন করেছে। ভুবন ট্রাষ্টের মাধ্যমে পরিচালিত হওয়া সংস্থাটি চিকিৎসা পদার্থবিদ ড. গোলাম আবু জাকারিয়া ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি