ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সাভারে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে সাভারে একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনার আহত হয়েছেন চালকের হেলপার।

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত পিকআপ চালক গিয়াস উদ্দিন (৩৫) বাগেরহাট জেলার ফকিরহাট থানার ভট্টখামার গ্রামের মো.আইয়ুব গাজীর ছেলে।

পুলিশ জানায়, সকালে নিহত গিয়াস উদ্দিন নিজের পিকআপে সবজি নিয়ে ঢাকার পাইকারী আড়ত কাওরান বাজারে যাচ্ছিল। পিকআপটি (ঢাকা মেট্রো ড-১২-০৯১০) মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে অন্য একটি মালবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপের সামনের অংশটি দুমড়ে মুচরে গেলে ঘটনাস্থলেই মারা যায় চালক গিয়াস।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি কেটে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া তার সঙ্গে থাকা ভাগিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায়  একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি