ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সামরিক শাষকদের নায়ক বানানোর চেষ্টা চলছেঃ পংকজ ভট্টাচার্য

প্রকাশিত : ১৮:২৮, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৮, ২৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে সমাজে এখন সামরিক শাষকদের নায়ক বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের  সভাপতি পংকজ ভট্টাচার্য। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাসদ আয়োজিত শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মরনসভায় এমন্তব্য করেন তিনি। জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দীন খান বাদল বলেন,  মিলন নিজের জীবন দিয়ে সবাইকে দায়বদ্ধতার মধ্যে রেখে গেছেন। এসময় ডা. মিলনের আদর্শ বাস্তবায়নে সবাইকে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। স্মরণসভায় শহীদ ডা: মিলনের মা সেলিনা আখতারসহ জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি