ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ক্রমেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুতে আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও তিনজনের। এ নিয়ে চলতি বছর মৃত্যু হলো ১৯৮ জনের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মশাবাহিত এ রোগ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০১ জন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১৩ জন,ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।    

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১২ ডেঙ্গুরোগী। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪ হাজার ৭৯৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।            

উল্লেখ্য,চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৬০ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক চার শতাংশ নারী রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট  মৃত্যু হয় ৫৭৫ জনের।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি