ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিডনিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১০ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির আরো নতুন নতুন এলাকায় লকডাউন জারি করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের ঘোষণায় বলা হয়েছে, নতুন করে ৩৫৬ জন সংক্রমিত হয়েছে। মধ্য জুনে ডেল্টা ধরণ শুরু হওয়ার পর একদিনে আক্রান্তের এটি সর্বোচ্চ সংখ্যা।

অষ্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ গত সাত সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে। এখানে করোনা সংক্রমিত লোকের সংখ্যা পাঁচ লাখ আট হাজার ৫’শ জন। মারা গেছে এ পর্যন্ত ৩২ জন। 

রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, আমাদের লক্ষ্য হলো সংক্রমণ শুন্যে নামিয়ে আনা। কিন্তু দু:খজনকভাবে গত কয়েকদিন ধরে আমরা সংক্রমণ বাড়তে দেখছি। 

এদিকে উপকূলীয় বায়রন বে শহরে  লকডাউন জারি করা হয়েছে। এর আগে নিউক্যাসল ও টামওর্থে লকডাউন জারি করা হয়। এছাড়া মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দাও ষষ্ঠবারের মতো করোনা প্রতিরোধী লকডাউনে রয়েছে। 

উল্লেখ্য, সীমান্ত বন্ধ, লকডাউন, ভ্রমণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং ব্যাপক পরীক্ষা ও ট্রেসিং এর মাধ্যমে অষ্ট্রেলিয়া সফলভাবে করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারলেও সম্প্রতি ডেল্টা ধরণের লাগাম টেনে ধরতে দেশটিকে বেশ বেগ পেতে হচ্ছে। 

এদিকে এখানে টিকা দেয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত মাত্র ২০ শতাংশ লোককে টিকার পুরো ডোজ দেয়া সম্ভব হয়েছে। 

আড়াইকোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩৭ হাজার লোক। মারা গেছে ৯৪০ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি