ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে চাঁদা আদায় কালে ২ ভূয়া র‌্যাব গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:০৫, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:০৭, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২ ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো সলঙ্গা থানার ঝাঐল পশ্চিম পাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আনিছুর রহমান (৪০) এবং আবু সাঈদ প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৩)। তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলম জানান, বেশ কিছু দিন ধরে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। বৃহস্পতিবার সকালে ২টি মোটরসাইকেল যোগে আটককৃতরা তাড়াশ উপজেলার মাধাইনগরে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করছিল।

এসময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাবের সহকারী পুলিশ সুপার রওশন আলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করে। এ ব্যাপারে তাড়াশ থানায় মামলা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি