ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিরাজগঞ্জে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৪২, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে আরমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান চৌড়া গ্রামের বাবলু শেখের ছেলে বলে জানা গেছে।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যার দিকে বাবলু শেখের দুই ছেলে আরমান ও স্বপনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই স্বপন আরমানকে ধাক্কা দিলে আরমান পড়ে গিয়ে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি