ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে দুই নারীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে লাশ দুটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার সয়গোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার রিকশা চালক সোহেল রানার স্ত্রী শিল্পী খাতুন (২৫) ও সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সরাতৈল গ্রামের নুরনবীর স্ত্রী আয়শা খাতুন (২৮)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সরাতৈল গ্রামের নুর নবীর সঙ্গে অন্য এক নারীর পরকিয়া সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে নুরনবী ও তার স্ত্রী আয়শার সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো। শুক্রবার বিকেলে ঘরের মধ্যে আয়শার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

অপরদিকে শুক্রবার রাতে পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লা থেকে শিল্পী খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করীম জানান, অভাবের সংসার শিল্পীর খাতুনের। স্বামী রিকশা চালক। বিভিন্ন এনজিওর কাছ থেকে কিস্তির উপর টাকা উত্তোলন করে শিল্পী। এই টাকা পরিশোধ করতে না পেয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি