ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শারদ উপহার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ২৩ অক্টোবর ২০২০ | আপডেট: ১৮:০৬, ২৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অসহায় সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদ উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না শুক্রবার দুপুরে শহরের এস এস রোড়স্থ বাসভবন থেকে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট্রের বিভিন্ন মন্দিরে ২ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
  
এ বিতরণী সভায় শ্রী অংকুর জিৎ সাহা নব এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুমার দাশ, প্রান গোবিন্ধ চৌধুরি, সঞ্চয় সাহা, হীরক গুন প্রমুখ।

এর আগে তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মেরিন একাডেমিতে ১২'শ সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি