ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

সিরাজগঞ্জে বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগ

প্রকাশিত : ০৯:১৪, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৪, ২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বানভাসী মানুষদের। বসত ঘরে পানি ওঠার পর থেকেই চরম কষ্টে দিনযাপন করছেন সিরাজগঞ্জের এনায়েতপুরের চরাঞ্চলের মানুষ। অনেকের আশ্রয় হয়েছে নৌকা কিংবা মাচায়। গবাদি পশু নিয়ে বেঁচে থাকার লড়াই করেছেন তারা। অনেকেই বাড়িঘর ছেড়ে চলে গেছেন নিরাপদ আশ্রয়ে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ। বেতিল চরের জেলে সিরাজ ফকিরের স্ত্রী আনোয়ারা খাতুন। বন্যার পানিতে ভেসে গেছে তার ছোট্ট সংসার। টিনের চালার এই মাচাই এখন তার সংসার। নাওয়া, খাওয়া থেকে শুরু করে সব কাজ করছেন এখানেই। জীবনের ঝুঁকিতো রয়েছেই। সেই সঙ্গে আছে খাবার ও নিরাপদ পানির অভাব। আনোয়ারার মত অন্তত ৫ শ’রও বেশি পরিবার আছেন এরকম দুর্ভোগে। দুর্গত এলাকার প্রায় ৯৮ ভাগ বাড়িতে এখন ১ থেকে ৪ ফুট পানি। ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। অনেকেই এখন সংসার পেতেছেন নৌকার ওপর। নামাজ আদায়, রান্না-খাওয়া সবকিছুই চলছে নৌকায়। খাবার ও নিরাপদ পানি সংকটের পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা। পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। মানবিক সহায়তা পেলে বন্যার পর হয়কেতা ঘুরে দাঁড়াতে পারনে বানভাসী মানুষেরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি