ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জে ভুয়া সিআইডি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের ভুয়া ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ কর্মকর্তার পরিচয়ে সুজাত আলম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ধলেশ্বর গ্রামের আব্দুল বারেক তালুকদারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজাত রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের শাহজাহানের ছেলে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান জানান, গ্রেফতার সুজাত আলম চাঞ্চল্যকর নীরব হত্যা মামলার তদন্ত করার জন্য নীরবের বাবা আব্দুল বারেক তালুকদারের কাছে সিআইডি পুলিশ কর্মকর্তার পরিচয় দেয়।

পরে সিআইডি’র পরিচয় দেয়া যুবক সত্যিই সিআইডি কিনা নিশ্চিত হওয়ার জন্য বারেক থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা সুজাত আলমকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। ওসি জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি