সিলেটে বাবার হাতে ২ শিশু খুন
প্রকাশিত : ১৬:১২, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১২, ২৬ অক্টোবর ২০১৬
সুপারি গাছের সুরকি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় সিলেটের ওসমানীনগরের দুই শিশু রুজেল ও মামুনকে। আর এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরই জন্মদাতা ছাতির মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাষন্ড পিতা হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
সোমবার দুপুরে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে যায় শিশু রুজেল ও মামুন। ওই দিন রাতেই হাওর থেকে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পলাতক ছিল বাবা ছাতির মিয়া। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে। পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে ছাতির মিয়া।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের ধারনা স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
দুই সন্তানকে হত্যার পর খুনী ছাতির মিয়া গ্রামেই লুকিয়ে ছিল বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন