ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সুন্দরবনে জেলেদের ওপর হয়রানির অভিযোগ 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩৪, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সুন্দরবনের সাবেক দস্যু বাহিনী প্রধান জেলেদের ওপর জুলুম ও হয়রানীসহ নানাভাবে হুমকি-ধামকি দিয়ে দূর্গম বনাঞ্চলে নতুন করে আতংকের সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ মার্চ) সাড়ে ১১ টায় মোংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলেরা এ অভিযোগ করেন। 

সুন্দরবনের জেলে মো. শাহজাহান লিখিত অভিযোগে বলেন, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্চের দুবলার চর সংলগ্ল লইট্র্র্যখালী পশুর নদীতে মাছ ধরে জীবিকা নিবার্হ করে আসছিলেন তিনিসহ একদল জেলে। কিন্তু গত ২২ মার্চ সাকালে সাবেক দস্যু মাস্টার বাহিনীর প্রধান আব্দুল কাদের মাস্টার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে  জনৈক দেবুসহ ১০/১২ জন লোক জেলেদের নৌকা-জাল নিয়ে চলে যাওয়ার হমকি দেয়। এ ছাড়া জালের সামনে জাল পেতে মৎস্য আহরণের চরাঞ্চল দখলে নেয়। এতে জেলেদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং জেলেরা জাল ফেলে লোকালয় চলে আসে। 

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, ৩/৪ বছর আগেও সুন্দরবনের জেলেদের হত্যা, নির্যাতন ও অপহরণসহ চাঁদাবাজি করছিল দস্যুরা। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও প্রধানমন্ত্রীর ঘোষণায় দস্যু মুক্ত সুন্দরবনে বেশ ভালই ছিলেন সাধারণ জেলেরা। কিন্তু আত্মসমর্পনকারী সাবেক দস্যু বাহিনীর সদস্যরা সরকারিভাবে নানা সুযোগ সুবিধা গ্রহন করলেও সাবেক দস্যু মাস্টার বাহিনীর প্রধান ও তার সহযোগিদের অপতৎপরতার কাছে ফের অসহায় হয়ে পড়েছেন নিরীহ জেলে ও পেশাজীবিরা। সংবাদ সম্মেলনে সুন্দরবন থেকে ফিরে আসা অনেক জেলে উপস্থিত ছিলেন। 

এদিকে সাবেক মাষ্টার বাহিনীর প্রধান আব্দুল কাদেরের বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও তার মন্তব্য জানা যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি