ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সেজাল চরিত্রটি আনুশকার বিপরীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ৩১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে শাহরুখ খান ও আনুশকা শর্মার নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’। এ ছবিতে  সেজাল চরিত্রটি নাকি অনেক দিক দিয়েই আনুশকার সম্পূর্ণ বিপরীত।
তারপরেও এ চরিত্রটি করতে অনেক ভালো লেগেছে তার। বিপরীতধর্মী চরিত্র করতে গিয়ে অনেক নতুন কিছু বিষয় শিখেছেন বলেও জানান আনুশকা।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাতকারে আনুশকা বলেন, আমি নতুন কোনো চরিত্রে অভিনয় করলে নতুন কিছু শিখতে পারি। সেজাল চরিত্রটি অনেক দিক দিয়েই আমার সম্পূর্ন বিপরীতে। সেজাল একটি গুজরাটি মেয়ে। সে খুবই চঞ্চল, তার ব্যক্তিত্বে পরিপক্কতা ও গভীরতা খুব কম, যা আমার সঙ্গে একবারেই যায় না।
তিনি বলেন, সেজাল চরিত্রটি খুবই আবেগপ্রবণ। এদিক দিয়ে আমার সঙ্গে সেজাললের বেশ মিল রয়েছে। সেজাল’র সঙ্গে আমার যে বিষয়গুলো একেবারেই মেলে না সেটা ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবে এ ধরণের চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি।
৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ইমতিয়াজ আলী পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’। ট্যুর গাইড হ্যারির সঙ্গে হারিয়ে যাওয়া আংটি খুঁজতে গিয়ে পরিচয় হওয়া সেজালের গল্প নিয়ে তৈরি সিনেমাটি।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি