ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সোনার বাংলা এক্সপ্রেসে ঢাকাগামী রুটে যাত্রী পাওয়া যাচ্ছে না

প্রকাশিত : ১০:০৩, ১ জুলাই ২০১৬ | আপডেট: ১০:০৩, ১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নতুন চালু হওয়া আন্ত:নগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসে ঢাকাগামী রুটে যাত্রী পাওয়া যাচ্ছে না। অর্ধেকের বেশী আসন থাকছে খালি। তবে, রেল কর্মকর্তাদের আশা ধীরে ধীরে বাড়বে যাত্রী। এদিকে, ঈদে বাড়ি ফেরার যাত্রা আনন্দময় করতে চট্টগ্রামের বিভিন্ন বাস কাউন্টারে শুরু হয়েছে আগাম টিকিট বিক্রী। তবে যাত্রীদের তেমন চাপ নেই। ইন্দোনেশিয়া থেকে আমদানী করা অত্যাধুনিক কোচ দিয়ে গেল শনিবার ঢাকা-চট্টগ্রাম রুটে আন্ত:নগর ট্রেন সার্ভিস সোনার বাংলা এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রোববার থেকে শুরু হয় বাণিজ্যিক কর্যক্রম। ট্রেনটি ঢাকা থেকে প্রতিদিন  দুপুর ১২টা ৪০মিনিটে চট্টগ্রাম পৌঁছে আর বিকেল ৫টায়  চট্টগ্রাম ছেড়ে যায়। ট্রেনের ৭৪৬টি আসনের বিপরীতে চট্টগ্রাম স্টেশনে এ পর্যন্ত সবোর্চ্চ ৩শ’ টিকেট বিক্রী হয়েছে । ফলে অর্ধেকের বেশী আসন খালি থেকে যাচ্ছে প্রতিটি ট্রিপেই। এদিকে নতুন ট্রেনটির একটি এসি বগিতে পাথর ছুঁড়েছে দুর্বত্তরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বগিটির জানালার কাঁচ ভেঙ্গে গেছে। নতুন চালু হওয়া রেলটিতে সুযোগ সুবিধা বেশী থাকায়  ধীরে ধীরে যাত্রী বাড়বে বলে আশা করছেন রেল কর্মকর্তারা। পাশাপাশি ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে নতুন নতুন পাওয়ার কার সংগ্রহের দাবীও জানান অপারেটরা। এদিকে রেলের পাশাপাশি ঘরমুখী মানুষের যাত্রা আনন্দময় করতে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন বাস রুটে আগাম টিকেট বিক্রী শুরু হয়েছে। লম্বা ছুটির কারনে যাত্রী কম বলে জানান টিকেট বিক্রেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি