সোমবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন
প্রকাশিত : ২১:৩৫, ২৬ অক্টোবর ২০২৫
দীর্ঘ আলোচনার পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সোমবার (২৭ অক্টোবর) সুপারিশ জমা দেবে।
কমিশনের একজন সদস্য জানিয়েছেন, সোমবার বিকেলে সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ জমা দেবেন।
এর আগে শনিবার (২৫ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল ঐকমত্য কমিশন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ’স্বাক্ষর করা হয়। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং কমিশনের সদস্যরা এ ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন।
মূল স্বাক্ষরের দুই দিন পর গণফোরামও জুলাই সনদে স্বাক্ষর করে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বামধারার চার দল— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ও বাসদ-মার্কসবাদী— সংলাপে অংশ নিলেও সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না এবং দলিলেও স্বাক্ষর করেনি।
এমআর//
আরও পড়ুন










