ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষে রাজধানীর উত্তরার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে।

সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ ও শরীআহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের এসএভিপি ও মুরাকিব মো. মাহফুজুর রহমান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী হজ যাত্রীদের জন্য ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় শরীআহ সম্মত আমানত স্কীমগুলোর বর্ণনা দেন। সুদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বদাই তৎপর বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উদ্বোধনকৃত হজ বুথের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা (সৌদি রিয়াল ও ইউএস ডলার) বিনিময়, ব্যাংক হিসাব খোলা এবং হজবিষয়ক তথ্যসেবা প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা সার্বক্ষণিকভাবে প্রদান করবে।

অনুষ্ঠান শেষে ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক হজ যাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

কেআই/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি