সৌদিতে ১৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১১:২৫, ৭ অক্টোবর ২০১৭

সৌদি আরবের কাছে ১৫ বিলিয়ন ডলার মূল্যের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।এর আগে যুক্তরাষ্ট্রের কাছে ৪৪টি থাড লঞ্চার, ৩৬০টি ক্ষেপণাস্ত্র, অগ্নিনির্বাপন ব্যবস্থা ও রাডার চেয়েছে সৌদি আরব। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানায়, এই বিক্রিতে মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির আগ্রহ রয়েছে যেখানে ইরানী এবং অন্যান্য আঞ্চলিক হুমকির মুখে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তায় অনেক বেশি কার্যকরী হবে।
টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থাড লঞ্চার নামের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে সৌদির প্রতিবেশী দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সর্বশেষ সংস্করণের সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত রাডার ব্যবস্থা।যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস আগামী ৩০ দিনের মধ্যে কোনো আপত্তি না জানালে সৌদির কাছে অস্ত্রগুলো বিক্রিতে কোনো সমস্যা হবে না।
সূত্র:ইনডিপেন্ডেন্ট
/এম/এআর
আরও পড়ুন