স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭
প্রকাশিত : ১৬:০৩, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:০৮, ৩০ জুলাই ২০২৫

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল আহমদকে হত্যা মামলায় প্রধান আসামি সাইফুলসহ ৮ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
রায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ছাড়াও আরও ১৭ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে হাজতবাসের মাধ্যমে সাজাভোগ সম্পন্ন করেছেন, ফলে তারা মুক্তি পাবেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন।
২০২১ সালের ১ মে চাউলধনী হাওর এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিল গংদের নিজ মালিকানাধীন জমিতে মাটি কাটতে থাকে সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহজালাল হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া সুমেলের বাবা ও চাচাসহ তিনজন গুলিবিদ্ধ হন।
পরে সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সুমেলের স্বজনরা।
এএইচ
আরও পড়ুন