ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

স্কুল যাবে শিক্ষার্থীদের কাছে : নুরুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, শিক্ষার্থীরা স্কুলে যাবে না, স্কুল যাবে শিক্ষার্থীদের কাছে। এমন ব্রত নিয়ে ২০০৯ সালের ফ্রেব্রুয়ারি মাসে চট্টগ্রামে শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য ভ্রাম্যমান প্রাথমিক বিদ্যালয় (বাসের ভিতরে স্কুলের কাঠামো) প্রতিষ্ঠা করা হয়েছে। এতে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। আমাদের সমাজে অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়ার সুযোগ পায় না। তাদের জন্য এই ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করেছি। এবার হোপ এর সহযোগিতায় ঢাকাতেও ভ্রাম্যমান প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সূচনা করা হলো।

মন্ত্রী আজ ইস্কাটনে দুটি নতুন ভ্রাম্যমান স্কুল বাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, হোপ’৮৭ বাংলাদেশ-এর প্রধান রেজাউল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী এই কার্যক্রমটির কল্যাণ কামনা করেন এবং শিক্ষা বিস্তারে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এখানে উল্লেখ্য যে, চট্টগ্রামে প্রথম ২০০৯ সালে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের মোবাইল স্কুলের কার্যক্রমটি অর্থায়ন করেছেন জেডএফ নামক জার্মানীর একটি প্রতিষ্ঠান এবং বর্তমানে প্রায় ৬০০ শিশু এই কার্যক্রমের সঙ্গে অন্তর্ভূক্ত।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি