ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৪, ১৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পারিবারিক বিবাদের জের ধরে আশুলিয়ায় এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীর ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামি মজনু মিয়ার উপস্থিতিতে এক বছর আগের এ রায় ঘোষণা করেন।

জানা যায়, দণ্ডিত মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জের রহিস উদ্দিনের ছেলে। মজনু ও তার স্ত্রী ফাইমা আক্তার পোশাক কারখানায় কাজ করতেন।

মামলার বিবরণে জানা যায়, মজনু ও ফাইমা আশুলিয়ার বাইপাইলে এক বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-কলহ হতো। কলহের জের ধরেই গত বছর ১৩ অক্টোবর মজনু বটি দিয়ে গলা কেটে ফাইমাকে হত্যা করেন। পরে ঘরে লাশ ফেলে পালিয়ে যান বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।

ওই ঘটনার পর ফাইমার মা ফাতেমা বেগম আশুলিয়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পরে মজনুকে গ্রেপ্তার করে। আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দেন মজনু।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শাহজালাল চলতি বছরের ৩১ মার্চ মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ১৪ জুন আদালত অভিযোগ গঠন করে আসামির বিচার শুরু করেন।

বাদীপক্ষে মোট ১২ জনের সাক্ষ্য শুনে আদালত আজ বুধবার রায় ঘোষণা করেন।

 

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি