ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে নিহত ১

প্রকাশিত : ১৮:০৭, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:০৯, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপ ভান চাপায় একজন নিহত হয়েছে। প্রতিবাদে গাড়িটিতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার সময় সোনাইমুড়ি-লাকসাম উত্তর পোল এলাকায় আম বোঝাই একটি পিকআপ ভ্যান পথচারী এক স্বাস্থ্যকর্মীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মত্যু হয়। প্রতিবাদে স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটিতে ভাংচুর করে আগুন জালিয়ে দেয়। পরে সোনাইমুড়ী-লাকসাম সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে তারা। খবর পেয়ে ফায়ার সার্র্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি