ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

হংকংয়ে এক্সিম ফিন্যান্সের যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এক্সিম ফিন্যান্সের (হংকং) যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি হংকংয়ের কাওলুনে হলিডে ইন গোল্ডেন মাইল হোটেলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এক্সিম ফিন্যান্সের (হংকং) কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মো. নাজমুল আলম ও এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন। 

এছাড়া, এক্সিম ফিন্যান্সের (হংকং) প্রধান নির্বাহী মো. ফখরুজ্জামান, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এক্সিম ফিন্যান্সের (হংকং) মাধ্যমে এখন থেকে এলসি অ্যাডভাইজিং ও কনফার্মেশন, এক্সপোর্ট বিল কালেকশন, ইমপোর্ট ও এক্সপোর্ট বিলের বিপরীতে অর্থায়ন এবং এক্সপোর্ট বিলের ডিসকাউন্টসহ বিভিন্ন ট্রেডিং সেবা পাওয়া যাবে।

আই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি