ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

হাটহাজারীতে গ্যাসলাইনে বিস্ফোরণে দু’জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৩১, ১ নভেম্বর ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাসের সঞ্চালন লাইন বিস্ফোরিত হয়ে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- ৩ বছর বয়সী তানিম ও ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা। চিকিৎসকরা জানিয়েছেন, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকি দগ্ধরা হলেন- তানিমের মা সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার এক বছর সয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে ওই দুর্ঘটনা ঘটে। ওই ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায় বলে জানান হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর মোল্লা।

স্থানীয়রা আশঙ্কা করছেন, কোনোভাবে গ্যাসলাইন লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস জমে গিয়েছিলে। রাতে চুলায় আগুন দিতে গেলে গ্যাসের সঞ্চালন লাইন বিস্ফোরিত হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি