ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩১, ২১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে রোববার সকাল ১১টায় উক্ত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন হাবিপ্রবির  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। 

এ সময়  উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। 

উক্ত কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে দানেশ ব্লাড ব্যাংক। এ সময় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন আগস্ট মাস শোকের মাস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের হাতে নিহত জাতির পিতার পরিবারের অন্যান্য সকল শহীদকে। 

তিনি বলেন, ওইদিন সৌভাগ্যক্রমে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে যান। তিনি বেঁচে আছেন বলে বাংলাদেশ আজ বিশ্বর বুকে মাথা উঁচু করে দাড়াতে পেরেছে। তবে এতো কিছুর পরেও ঘাতকরা থেমে থাকেনি, স্বাধীনতাবিরোধীরা বার বার জাতির পিতার কন্যা কে হত্যা করতে চেয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়ে তাকে হত্যার চূড়ান্ত চেষ্টা করেছিল। ওইদিন অনেকের জীবনের বিনিময়ে তিনি আজ আমাদের মাঝে বেঁচে আছেন। আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত শহীদদের।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি