ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর ছবি নিয়ে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৩, ১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটি কোনোভাবেই তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়। মৃত একজন ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দায়িত্বহীনতা ও অনৈতিকতার শামিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসুস্থতার কারণে কারাবন্দি অবস্থায় সাবেক এই মন্ত্রীকে একাধিকবার যথাযথ নিয়মে হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

বাংলাদেশ কারা কর্তৃপক্ষ পুনরায় নিশ্চিত করেছে, সকল বন্দির মানবিক মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল এবং সাবেক শিল্পমন্ত্রীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।

প্রসঙ্গত, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় তার হাতে হাতকড়া পড়ানো। 

ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি