ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায়, রাজশাহী পুলিশ কমিশনারকে তলব

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ১৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার ডাবতলা ‘স্পার্ক ডিউ’ অ্যাপার্টমেন্টে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি পুলিশি হেফাজতে থাকাবস্থায় মিডিয়ার সামনে বক্তব্য দিতে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করেছেন আদালত। 

শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এ শোকজ জারি করেন। 

নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর মধ্যে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৯ নভেম্বর এ মামলার ধার্য দিন রয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তদপ্রেক্ষিতে ঘটনাস্থল হতেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

রাজশাহী পক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে। যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০সহ বিভিন্ন মামলায় প্রদত্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘‘আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া হবে।’’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি