ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

১ম দফার তুলনায় ২য় দফা নির্বাচন একটু ভালো হয়েছে দাবি প্রধান নির্বাচন কমিশনারের

প্রকাশিত : ১৫:২৫, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:২৫, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ecসর্তকতামূলক ব্যবস্থা নেয়ায় প্রথম দফার তুলনায় দ্বিতীয় পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচন একটু ভালো হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ’কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা নির্বাচন কমিশনের সামগ্রিক সাফল্যকে ম্লান করে দিয়েছে। সংঘর্ষ হওয়ায় ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। দ্বিতীয় পর্যায়ে যে সব জায়গায় অনিয়ম হয়েছে, সেখানে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি