ঢাকা, সোমবার   ২৬ মে ২০২৫

ড. ইউনূসের জাপান সফর

১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জাপান, হতে পারে ৫ সমঝোতা ও চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ২৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

আগামী মঙ্গলবার (২৮ মে ) জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানা গেছে, সফরে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দেওয়ার ঘোষণা দিতে পারে জাপান। এছাড়া দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও রয়েছে।

এই সফরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাইকা এবং জেট্রোর প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. ইউনূস। তিনি একটি ব্যবসায়িক সেমিনারেও অংশ নেবেন, যেখানে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।

এদিকে আগামী বুধবার ( ২৯ মে) টোকিওতে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন ড. ইউনূস। ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে ঋণ সহায়তা, প্রতিরক্ষা, বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি রপ্তানি ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, জাপানের সোকা বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এর আগে মার্চে চীন সফরে পিকিং বিশ্ববিদ্যালয় থেকেও তিনি একই ধরনের ডিগ্রি পান।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার সফরটি বাংলাদেশের জন্য অর্থনৈতিক, কূটনৈতিক, ভূ-রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা সহযোগিতা ও বাজেট সহায়তার মতো বড় সিদ্ধান্তগুলো দেশে স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়তা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি