ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ১২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২০:৩৭, ১২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। 

বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। আর লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে।

তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে, ১৮ মে এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ১০ এপ্রিল। ওইদিন বাংলা (আবশ্যিক)-১ম পত্র ও সহজ বাংলা-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক)-২য় পত্র ও বাংলা সহজ ২য় পত্রের পরীক্ষা।

ইংরেজি (আবশ্যিক)-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। আর ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে গণিত (আবশ্যিক) পরীক্ষা।

২২ এপ্রিল অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ২৩ এপ্রিল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ২৭ এপ্রিল; রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা ২৯ এপ্রিল;  ভূগোল ও পরিবেশ ৩০ এপ্রিল; উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং বিজ্ঞান ৪ মে, জীব বিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি ৬ মে, হিসাব বিজ্ঞান ৭ মে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা ৮ মে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি