ঢাকা, বৃহস্পতিবার   ০৯ অক্টোবর ২০২৫

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০৫, ৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং দুই-একজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কয়েকজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই   ঘটনা  অনেক আগেই মীমাংসিত হয় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টেও অংশ করে। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরও হঠাৎ এক বছর পরে এসে প্রশাসনের এমন সিদ্ধান্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর কার্যালয়ে জানিয়েছিলেন তারা। এর পরও অন্যায়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানেন না এবং এই বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধনে।

এদিকে  বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তি পাওয়া কোনো শিক্ষার্থী চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল করলে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের কর্মকর্তারা জানান।

উল্লেখ্য,গত মাসের ২৫ সেপ্টেম্বর ২৩৭ নম্বর সিন্ডিকেটসভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিসংসখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি