ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫

২৯ নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ২৯ জন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।
 
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবলায়ের উপ-সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ২৯ জন সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশন কর্মচারি নিয়োগ বিধিমালা, ২০২৩ এর ৬ নম্বর বিধি অনুসারে তাদের চাকরি স্থায়ী করা হলো।’

এসব কর্মকর্তা ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে যোগদান করেছিলেন। যোগাদানের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

ইসির নিয়োগ বিধিমালা অনুযায়ী, প্রথমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এরপর কৃতিত্বের সঙ্গে একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হলে স্থায়ী করা হয় চাকরি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি