ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৪৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।

রোববার বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) টেস্ট গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তির শর্ত ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি-৭ অনুযায়ী নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। তবে প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, সঠিক ডকুমেন্টস বা সনদ উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে কিংবা ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে।

এ ছাড়া, বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদ টেম্পারিং করলে কিংবা আবেদনপত্রে গুরুতর ত্রুটি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে উত্তীর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরও এরূপ তথ্য প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা যাবে।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি