ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫

৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

৪৯তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানায়, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা বিজ্ঞপ্তি পরীক্ষা করতে পারেন http://www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে।

বিপিএসসি আরও জানায়, পরীক্ষার্থীদের পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং কেন্দ্রের তথ্য প্রদত্ত ওয়েবসাইট থেকে সরাসরি জানা যাবে। প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি