৫ম গ্রেড পেলেন ইসির ৭৫ কর্মকর্তা, চারজন চতুর্থ গ্রেড
প্রকাশিত : ০৮:৪৩, ২৮ আগস্ট ২০২৫

উচ্চতর গ্রেড পেলেন নির্বাচন কমিশন সচিবালয়ের ৭৫ জন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা। তাদের পঞ্চম গ্রেড দেওয়া হয়, যা ২০২১ সাল থেকে কার্যকর হবে। এছাড়া উপ-সচিব পর্যায়ের চারজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে চতুর্থ গ্রেড।
বুধবার (২৭ আগস্ট) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭(২) অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন ওই কর্মকর্তাদের ২০২১ সাল থেকে ৫ম গ্রেড কার্যকর হবে।
এ ছাড়া চতুর্থ গ্রেড পাওয়া চার কর্মকর্তা হলেন, এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম, উপ-সচিব মো. খোরশেদ আলম, উপসচিব মো. হুমায়ুন কবীর ও উপসচিব জিএম সাহাতাব উদ্দিন।
এ আদেশ জ্যেষ্ঠতার সঙ্গে সম্পর্কিত নয় এবং এই আদেশের কারণে ৫ম বা তদুর্ধ্ব গ্রেডের কোনো পদে পদোন্নতি বা পদায়ন দাবি করতে পারবেন না তারা।
জানা গেছে, ওই ৭৫ কর্মকর্তারা ২০০৫ সালে নিয়োগ পেয়েছেন। তাদের পদোন্নতির পাওয়ার কথা থাকলেও পদ না থাকায় উচ্চতর গ্রেড দিল ইসি।
এএইচ
আরও পড়ুন