ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

৫ ঘন্টা বন্ধ থাকার পর পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগযোগ পুনরায় চালু

প্রকাশিত : ১৮:০৬, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:০৬, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের কাছে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি ২টি উদ্ধার করা হয়েছে। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর রেলওয়ের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগযোগ পুনরায় চালু হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে পাথর বোঝাই মালবাহী ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে বঙ্গবন্ধু সেঁতুর পশ্চিম স্টেশনে পৌছায়। পাথরগুলো আনলোড করে দর্শনা ফিরে যাবার সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন হাড়িয়াল এসে দুপুর দেড়টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে। এদিকে দূর্ঘটনা তদন্তে রেলওয়ের পাকশি জোনের প্রধান শওকত জামিলসহ ৪ সদস্যর কমিটি গঠন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি