ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

৬৮ বছর পর ফের টাটার হাতে এয়ার ইন্ডিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ভারতের বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’র নিয়ন্ত্রণ পাচ্ছে টাটা গোষ্ঠী। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সংস্থাটিতে বিলগ্নিকরণে টাটা সন্সের জমা দেওয়া ১৮ হাজার কোটি টাকার দরপত্রটি গৃহিত হয়েছে। এর মধ্যদিয়ে ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পাচ্ছে টাটা।

‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর ১০০ শতাংশ মালিকানা পাবে রতন টাটার সংস্থা। এর পাশাপাশি, ‘এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস’-এর ৫০ শতাংশ অংশীদারিও হাতে পাবে শিল্পসংস্থাটি।

কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের ‘বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ’ দফতরের সচিব তুহিন কান্ত জানিয়েছেন, টাটা নিয়ন্ত্রিত টালিস প্রাইভেট লিমিটেডের দরপত্রটি গৃহিত হয়েছে। 

টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা এ বিষয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ‘প্রত্যাবর্তন, স্বাগত এয়ার ইন্ডিয়া’। 

টাটা ছাড়াও স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য দরপত্র জমা দিয়েছিলেন। ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে। সেই মতো দরপত্র জমা নেওয়া হয়েছিল।

এয়ার ইন্ডিয়ার সামগ্রিক ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। যার মধ্যে ২২ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বিমান সংস্থাটি অ্যাসেট হোল্ডিং লিমিটেড (এআইএএইচএল)-কে হস্তান্তরিত করেছে। সংস্থার অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়া বিল্ডিং এবং দিল্লির এয়ারলাইন্স হাউস। 

এদিকে, বার্ষিক ২০ কোটি টাকা ক্ষতিতে চলা এয়ার ইন্ডিয়ার অংশীদারি বিক্রি করে এককালীন ২ হাজার ৭০০ কোটি টাকা নগদ পাবে ভারতের কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, প্রায় নয় দশক আগে টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্স। ভারতের প্রথম পাইলট জে আর ডি টাটা প্রতিষ্ঠিত সেই টাটা এয়ারলাইন্সের নাম বদলে ১৯৪৬ সালে হয় এয়ার ইন্ডিয়া (এআই), আর সংস্থাটির মালিকানা চলে যায় সরকারের হাতে। সূত্র: আনন্দবাজার

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি