ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়

৬ জানুয়ারি প্রকাশ হবে ভর্তি পরীক্ষার ফল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী ৬ জানুয়ারি প্রকাশিত হবে। গত বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.shubd.net) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ২২ ডিসেম্বর দুই শিফটে দুটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে তিনটি বিভাগে মোট ৯০টি আসনের বিপরীতে প্রথমবছর ৫ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী অংশ নেন। 

চলতি বছরের ২৮ জানুয়ারি ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. রফিকউল্লাহ খান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি