ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

৬ দফা মেনে নেওয়ার দাবিতে সড়কে ভিকারুননিসার শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৪৮, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়েছেন। আজ বুধবার দুপরে দাবি আদায়ে সড়কে অবস্থান করছেন শিক্ষার্থীরা। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলেও ঘোষণা দেয়।

শিক্ষার্থীদের দাবি সমূহ হলো- অভিযুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, স্কুলে মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, কথায় কথায় টিসি দেওয়ার ভয় দেখানো যাবে না, মানসিক সুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে কাউন্সিলিং করাতে হবে, ভিকারুননিসার গভর্নিংবডির সব সদস্যকে অপসারণ করতে হবে। শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়া হলে সড়ক ছেড়ে তারা বিদ্যালয়ে ফিরে যাবেন।

ভিকারুননিসা শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভএর আগে মঙ্গলবারও (৪ ডিসেম্বর) দিনভর ভিকারুননিসার বেইলি রোড ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি