ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

৮ পৌরসভা ও একটি পৌরসভার মেয়রর পদে উপ-নির্বাচন আজ

প্রকাশিত : ১৫:১৩, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৩, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

দেশের ৮ পৌরসভা ও একটি পৌরসভার মেয়রর পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় রোববার সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করে। পটুয়াখালীর গলাচিপায় ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগে বিএনপির এক প্রার্থী ভোট বর্জন করেছেন। পাবনা বেড়া পৌর নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে ৭ জন আটক করা হয়েছে। নড়াইলের লোহাগড়া ও বগুড়ার সোনাতলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। এছারা উৎসবমুখর পরিবেশে রংপুরের পীরগঞ্জ, নীলফামারীর ডোমার, টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। অন্যদিকে শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন হচ্ছে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি