ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৯ম ওয়েজবোর্ড ঘোষণা করা না হলে বিএফইউজের আন্দোলনের ডাক

প্রকাশিত : ১৭:৪৬, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৬, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সংবাদ মাধ্যমের ৯ম ওয়েজবোর্ড ঘোষণা করা না হলে ১৬ নভেম্বর থেকে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। কক্সবাজারে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকরা আন্দোলনের লক্ষ্য থেকে কখনো পিছ পা হয়না। এসময় বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড দ্রুত ঘোষনার দাবী জানান। মানববন্ধনে বিএফইউজের মহাসচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণা করতে তথ্যমন্ত্রীর প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি