ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ার ট্রেড ফেয়ারে বাংলাদেশের দুই স্টল

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ২ ডিসেম্বর ২০২২

মালয়েশিয়ার পেরাক রাজ্যে শুরু হয়েছে চারদিনব্যাপী পেরাক ট্রেড ফেয়ার-২০২২। আয়োজকদের আমন্ত্রণে মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের দুটি স্টল।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টায় মেলার উদ্বোধন করেন পেরাক এক্সকো মেম্বার ওয়াইবি লোহ জি ই। এ মেলা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। 

আয়োজকদের আমন্ত্রণে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ ফুড অ্যান্ড বেভারেজ ও ট্রেডিং ক্যাটাগরিতে ২টি স্টল অংশগ্রহণ করেছে। এ মোট স্টলের সংখ্যা ৪০০টি।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মালয়েশিয়ার অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তান শ্রী দাতো লো কিয়ান চুয়ান, পেরাক চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিসিআই) সভাপতি দাতো লিউ চি মিং ডিম্প এএমপি, মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ রাজ্যের ব্যবসায়িক নেতারাও।

এ সময় হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের সঙ্গে প্রধান অতিথি পেরাক এক্সকো মেম্বার ওয়াইবি লোহ জি ই ও অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মালয়েশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশের স্টল ঘুরে দেখেন। 

পাশাপাশি তারা মালয়েশিয়ায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি