ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

প্রয়াত রুবেলের বাসায় গেলেন মেয়র আতিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২৯ এপ্রিল ২০২২

প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার সকালে রাজধানীর বারিধারার বাড়িতে গিয়ে রুবেলের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মেয়র ক্রিকেটার রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং রুবেলের মৃত্যুতে সহমর্মিতা জানান।

এ সময় তিনি রুবেলের শিশুপুত্র রুশদানের সাথে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন। 

সাক্ষাৎ শেষে মেয়র উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, ‘রুবেলের ছেলে রুশদান রুবেলের শূণ্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সব সময় পাশে থাকবো এবং সিটি কর্পোরেশন এই পরিবারের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে।’

মেয়র বলেন, ‘রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধূলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু  এবং গোল্ড মেডেল অর্জনসহ অনেক পুরস্কার লাভ করেছে। সর্বোপরি রুবেল একজন নম্র ভদ্র ও ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।’

তিনি বলেন, ‘আমি ওমরা পালনে পবিত্র নগরি মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যু সংবাদ পেয়েছি এবং পরিবারের চাওয়ায় বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছি। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর যে আকুতি আমি মক্কায় থাকাকালীন সেটি জানার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি। আজ আমি রুবেলের পরিবারের সদস্যদের সাথে সরাসরি সাক্ষাৎ করে জানাতে এসেছি রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।’

ঈদের পরেই বোর্ড সভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানান মেয়র মো. আতিকুল ইসলাম।

এসময় রুবলের স্ত্রী চৈতি ফারহানা তার আবেদনে সাড়া দেয়ায় এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ায় ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি