ঢাকা, মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

প্রকাশিত : ০৮:১৬, ৬ জুলাই ২০১৯ | আপডেট: ১০:২৪, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খায়রুল নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। খায়রুল ট্রাফিকের পূর্ব বিভাগের ডেমরা জোনে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে নীল রঙের একটি বাস খায়রুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য খায়রুলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক বিভাগ এ বিষয়ে অবগত রয়েছেন বলে জানান বাচ্চু মিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি