ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজকে স্বাগত জানাল পাকিস্তান সুপার লিগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অনুরোধে তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কেকেআর।

আইপিএল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে মুস্তাফিজের সামনে। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

পোস্টে পিএসএল কর্তৃপক্ষ লিখেছে,'ব্যাটাররা সাবধান, নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।'

পিএসএলের আগামী  আসর আগামী ২৬ মার্চ শুরু হবে। একইদিন আইপিএল শুরু হওয়ার কথা। পিএসএল শেষ হবে ৩ মে। আইপিএল শেষ হবে মে’র একেবারে শেষে। অর্থাৎ আইপিএল থেকে মুস্তাফিজের নাম প্রত্যাহার হওয়ার পরে পিএসএলে খেলার জন্য এজেন্টের মাধ্যমে ড্রাফটে নাম দিয়েছেন তিনি। 

এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারত গিয়ে বিশ্বকাপ খেলতেও অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে দল না পাঠানোর পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি