গণভোটের প্রচারে ভোটকেন্দ্রে ব্যানার টানাতে ইসির নির্দেশ
প্রকাশিত : ২২:১০, ৬ জানুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী সংবিধানের কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি আছে কি না, তা যাচাইয়ের জন্য এই গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে ওই প্রশ্নসংবলিত একটি করে ব্যানার টাঙাতে হবে।
পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানার তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে কমিশন। ব্যানারে উপাদান হিসেবে থাকবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক। ব্যানারগুলো রিঅ্যাকটিভ ডিজিটাল প্রিন্টে ৩ ফুট বাই ৫ ফুট মাপে তৈরি করতে হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা। ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ এবং ঝোলানোর জন্য হুক সংযুক্ত থাকতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুসরণ করে স্থানীয়ভাবে এসব ব্যানার মুদ্রণ করতে হবে। ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হলেও বিশেষ প্রেক্ষাপটে অফলাইনে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ (১৪) অনুযায়ী ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হবে।
দেশের সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নিজ নিজ জেলার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৫-এর পর বিপিপিএ কর্তৃক জারিকৃত আদর্শ দরপত্র দলিল ব্যবহার করে এই ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বা দৃশ্যমান স্থানে অবশ্যই এই ব্যানার প্রদর্শন করতে হবে।
এমআর//
আরও পড়ুন










